Home Patuakhali কুয়াকাটা কিভাবে আসবেন ?

কুয়াকাটা কিভাবে আসবেন ?

by belavumitourism
belavumi tourism | বেলাভুমি ট্যুরিজম কুয়াকাটা, আমাদের সম্পর্কে

সারা দেশের সাথেই এখন কুয়াকাটার সাথে উন্নত পরিবহন  যোগাযোগ ব্যবস্থা রয়েছে।  ঢাকা থেকে কুয়াকাটা সড়রপথের দুরত্ব ৩৮০ কিলোমিটার এবং বরিশাল থেকে ১০৮ কিলোমিটার। কুয়াকাটা আসার জন্য বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় মাধ্যম হচ্ছে আমাদের সপ্নের পদ্মা সেতু। মাত্র ৬ ঘন্টায় আপনি এখন পদ্মা সেতু ব্যাবহার করে আপনি কুয়াকাটা আসতে পারবেন।  দেশের উত্তর পূর্ব ,পশ্চিম যেখানে থেকেই হোক আপনি পরিবহন যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসতে পারবেন। ভালো ভালো পরিবহনের এসি , নন এসি বাস রয়েছে । এসব বাসের ভাড়া  সাধ ও সাধ্যের মধ্যে বয়েছে। অপরদিকে যে সকল পর্যটকরা এ্যডভেন্চার আরাম দায়ক ব্রমন করতে আগ্রহি তারা ঢাকা সদরঘাট থেকে বিলস বহুল লঞ্চ আ স্টিমার যোগে বরিশাল আ পটুয়াখালি কিংবা কলাপাড়ায় আসতে পারবেন। সেখান থেকে বাস যোগে সহযেই আপনি কুয়াকাটা আসতে পারবেন। নদী পথে লঞ্চ ভ্রমণের উৎসাহিরা এক ভ্রমণে দুই রকমের অনুভূতি বা ভ্রমন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভাড়াও আপনার নাগালের মধ্যে রয়েছে।

You may also like

Leave a Comment

লেখা কপি করে নিজেকে চোর প্রমান করবেন না দয়া করে